বিনোদন ডেস্ক : পহেলা বৈশাখে সিলেটে কনসার্ট করবেন এই প্রজন্মের কণ্ঠশিল্পী লুবনা লিমি। প্রাণ’র আয়োজনে একটি বৈশাখী কনসার্টে অংশ নিতে সেদিন দুপুরে সিলেটে পৌঁছাবেন তিনি। লিমি বলেন, ‘বেশ ভালো লাগছে নতুন বাংলা বছরের প্রথম দিনেই একটি কনসার্ট করতে পারছি। আশা করছি, নতুন বছরটি ভালো যাবে। সিলেটের কনসার্টটি যেন ভালোভাবে শেষ করতে পারি এই দোয়া চাই সবার কাছে।’ এদিকে পহেলা বৈশাখ ১৪২৩ উপলক্ষে গানচিল মিউজিক প্রকাশ করতে যাচ্ছে বেশ কিছু নতুন গান। যার মধ্যে লুবনা লিমির একলা আমি গানটিও রয়েছে। গানগুলো শোনা যাবে গানচিল মিউজিকের ওয়েবসাইটে আর মিউজিক ভিডিও প্রচার হবে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে। এছাড়াও গানচিল মিউজিকের নিজস্ব ইউটিউব চ্যানেলেও ভিডিওগুলো দেখা যাবে। সম্প্রতি গানচিলের ব্যানারে বাজারে এসেছে লিমির তৃতীয় একক ‘গান গল্প ও ভালোবাসা’। অ্যালবামটিতে নাটকীয় আবহ সৃষ্টি করেছেন মিতালী ও রাহী। এতে গান আছে মোট আটটি। সবগুলো গানের কথা ও সুর করেছেন লুবনা লিমি নিজেই। সঙ্গীতায়োজন করেছেন সেতু চৌধুরী। বাজারে আসা লুবনা লিমির তৃতীয় একক অ্যালবামটি এরইমধ্যে শ্রোতাদের মাঝে বেশ সাড়া ফেলেছে। শুধু তাই নয়, তার ভিন্নধর্মী এই গানের অ্যালবাম থেকে শ্রæতিমধুর গান নিয়ে শিগগিরই গান বাংলা একটি মিউজিক ভিডিও নির্মাণ করবেন বলে জানান লুবনা লিমি। লিমি বলেন, ‘আমার নিজের গায়কী নিয়ে আমি কখনোই সন্তুষ্ট ছিলাম না। প্রতিনিয়তই কেবল মনে হয় আমাকে আরো ভালো গাইতে হবে। শ্রোতারা যেন আমার গান শুনে মুগ্ধ হন। প্রথম দুটি অ্যালবামে আমার সন্তুষ্টি ছিলো না। তৃতীয় অ্যালবামে শ্রোতাদের কাছ থেকে বেশ সাড়া পাচ্ছি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন