শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

হৃদয় খানের কথা-সুরে সোহেল মেহেদী!

প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : পহেলা বৈশাখ উপলক্ষে হৃদয় খান ভক্তদের জন্য আসছে নতুন চমক। লম্বা বিরতির পর প্রকাশ পাচ্ছে তার সুর-সংগীতে নতুন গানের অ্যালবাম ‘কথা দাও’। অ্যালবামের সবগুলো গান গেয়েছেন সংগীতের আরেক পরিচিত কণ্ঠ সোহেল মেহেদী। মেহেদী জানান, চলতি সপ্তাহেই অ্যালবামটি মুক্তি পাচ্ছে সিএমভির ব্যানারে। চলছে অ্যালবামের দুটি গানের ভিডিও শুটিং। যা মুক্তি পাচ্ছে এ মাসেই। রোমান্টিক ঘরানার এই অ্যালবামে গান থাকছে মোট ৯টি। এরমধ্যে শিরোনাম গানে সোহেল মেহেদীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন নির্ঝর। হৃদয় জানান, এই অ্যালবামের বেশিরভাগ গানের সুর-সংগীতের পাশাপাশি দু’টি গানের কথাও লিখেছেন তিনি। অ্যালবামের অন্য গানের গীতিকাররা হলেন এসএ হক অলিক, রবিউল ইসলাম জীবন, টি আর রোমান্স এবং শ্রী প্রীতম। এরমধ্যে শ্রী প্রীতম দুটি এবং টি আর রোমান্স একটি গানের সুর করেছেন। সোহেল মেহেদী বলেন, ‘আমার এবং হৃদয় খানের টানা চার বছর সময় লেগেছে গানগুলো তৈরি করতে। ভালো কিছুর জন্যই এত লম্বা সময় লাগলো। গান শুনলে সেটা নিশ্চই অনুভব করবেন শ্রোতারা। আমি হৃদয় খানের প্রতি কৃতজ্ঞ।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন