সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সিঙ্গাপুরের আকাশসীমায় বিধিনিষেধ

দ্বিতীয় দিনে গড়াতে পারে ট্রাম্প-কিম বৈঠক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুন, ২০১৮, ১২:০০ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকে মিলিত হচ্ছেন। এদিকে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার দুই নেতার মধ্যকার বহুলপ্রতীক্ষিত এ বৈঠককে কেন্দ্র করে তিন দিনের জন্য সিঙ্গাপুরের আকাশসীমায় বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। সমপ্রতি দেশটির প্লেন চলাচল কর্তৃপক্ষের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। আন্তর্জাতিক সিভিল অ্যাভিয়েশন সংস্থা (আইসিএও) ও যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন প্রশাসনও (এফএএ) তাদের ওয়েবসাইটে এই বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, ১২ জুন সিঙ্গাপুরের সেন্তোসা দ্বীপের বিলাসবহুল একটি হোটেলে ট্রাম্প-কিমের বৈঠক ঘিরে সেদিন ও তার আগে-পরের ১১ ও ১৩ জুন নিরাপত্তাজনিত কারণে আকাশসীমায় প্লেন চলাচলে বিধিনিষেধ থাকবে। এই নির্দেশনার আওতায় সব প্লেনকে গতি কমাতে হবে এবং অন্যান্য কড়াকড়ি মানতে হবে। অপর এক খবরে বলা হয়, ১২ জুন সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতার মধ্যকার অনুষ্ঠিতব্য বৈঠক দ্বিতীয় দিনে গড়াতে পারে। মার্কিন কর্মকর্তাদে বরাতে এমনটা দাবি করেছে দেশটির সংবাদমাধ্যম সিএনএন। বৈঠকে পারমাণবিক নিরস্ত্রীকরণ ইস্যুটিই সবচেয়ে বেশি প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে। যদিও কয়েকজন বিশেষজ্ঞের দাবি, কোরীয় যুদ্ধের অবসানও এই আলোচনার মধ্য দিয়েই হতে পারে। এই বৈঠকের সঙ্গে সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তারা জানান, সবকিছু ঠিকঠাক থাকলে এই দুই নেতাই সিদ্ধান্ত নেবেন যে দ্বিতীয় দিনে আলোচনা করবেন কি না । তবে হোয়াইট হাউসের মুখপাত্র এই বিষয়ে কিছু বলতে চাননি। বিবিসি, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন