শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

গ্র্যাজুয়েশন লাভ করেছেন সঙ্গীতশিল্পী বৃষ্টি

প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে বিবিএ শেষ করেছেন সেরা কণ্ঠখ্যাত কণ্ঠশিল্পী বৃষ্টি মুৎসুদ্দী। গত ২৪ মার্চ সমাবর্তনের মধ্য দিয়ে বৃষ্টি বিবিএ’র সনদপত্র লাভ করেন। সনদপত্র লাভের পরের দিনই বৃষ্টি আমেরিকা চলে যান। সেখানে বেশ কয়েকটি শো’তে অংশগ্রহণ করেছেন। গ্র্যাজুয়েশন লাভ করার পর আমেরিকা থেকে বৃষ্টি জানান, ‘পড়াশুনার অনেক বড় একটি অংশ শেষ করেছি। ¯œাতক শেষ করতে পেরে ভীষণ ভালো লাগছে। এখন এমবিএ করছি। আশাকরি এমবিএটাও ভালোভাবে শেষ করতে পারবো। তখন একটি ভালো চাকরি হয়তো করতে পারবো। তবে গানই আমার সবকিছু। গানের মাঝেই নিজেকে ব্যস্ত রাখতে চাই সবসময়। সবার দোয়া ও সহযোগিতায় গানের ভুবনেই নিজেকে রেখে দিতে চাই।’ এদিকে গত স্বাধীনতা দিবসের দিন থেকে আমেরিকার বিভিন্ন স্ট্যাটে সঙ্গীত পরিবেশন করছেন বৃষ্টি। চলতি মাসের মাঝামাঝি সময়ে স্টেজ শো শেষ করে দেশে ফিরবেন তিনি। তার প্রথম একক অ্যালবামের কাজ দু’বছর আগে শুরু করলেও নানা কারণে তা আটকে আছে। তবে বৃষ্টি জানান, দেশে ফিরে তিনি অ্যালবামের কাজে মনোযোগ দিবেন। এদিকে গানের পাশাপাশি টিভি নাটকে অভিনয় করার প্রস্তাব পেলেও অভিনয়ে তার কোন আগ্রহ নেই বলেও জানান। বৃষ্টি বলেন, ‘আমি গানের মানুষ। গান গেয়েই আমি আমার ভক্ত শ্রোতাদের মুগ্ধ করতে চাই। অভিনয় আমাকে দিয়ে হবে না।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন