শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

মাসুদের নাটক দিয়ে আলোচনায় জেনি

প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : অনেকদিন পর কোন ধারাবাহিক নাটকে কাজ করে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন দর্শকপ্রিয় অভিনেত্রী জেনি। তাই এই মুহূর্তে জেনি আছেন বেশ খোশ মেজাজে। নতুন এক জেনিকে দর্শক দেখতে শুরু করেছেন প্রতিদিনের ধারাবাহিক ‘নগর জোনাকী’তে। বলা যায় এর আগে এমনরূপে জেনিকে দর্শক দেখনেনি। দেখেননি বলেই নতুন জেনিকে র্দশক প্রথমদিন থেকেই গ্রহণ করছেন। গুণী নির্মাতা মাসুদ মহিউদ্দিনের নির্দেশনায় এর আগে দর্শকপ্রিয় অভিনেত্রী জেনি বেশকিছু ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। সেসব নাটকে জেনির অনবদ্য অভিনয়ে মুগ্ধও হয়েছেন দর্শক। সেসব নাটকের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘ইয়ারকম’, ‘নীল নাগরিক’, ‘নির্বিকার মানুষ’। তবে এবার পরিচালক মাসুদ মহিউদ্দিন জেনিকে একেবারে নতুনরূপে দর্শকের সামনে নিয়ে এলেন। এমন একটি চরিত্রে জেনিকে রূপদান করেছেন পরিচালক যা আগে কখনোই দর্শক জেনিকে দেখেননি। রূপান্তরের রচনায় ও মাসুদ মহিউদ্দিনের পরিচালনায় প্রতিদিনের ধারাবাহিক ‘নগর জোনাকী’ নাটকে চ্যালেঞ্জিং চরিত্র ‘রাখি’রূপে দেখা যাচ্ছে জেনিকে। রাখি একজন ক্যারিয়ারিস্ট মেয়ে। ক্যারিয়ারের চ‚ড়ান্ত পর্যায়ে যেতে যা যা করা দরকার তার সবই করেন রাখি। কিন্তু একটি সময় এসে রাখির অনুভব হয় যে অসৎ উপায়ে কোন মানুষই শীর্ষস্থানে যেতে পারে না। এমনই গল্প নিয়ে জেনিকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে প্রতিদিনের ধারাবাহিক ‘নগর জোনাকী’। এতে অভিনয় প্রসঙ্গে জেনি বলেন, ‘যারা বাংলাদেশের চ্যানেলে বাংলাদেশের নাটক দেখতে ভুলে যাচ্ছেন তারা এই ধারাবাহিকটি দেখার পর আবারো দেশের নাটক দেখার অভ্যাসে ফিরে আসবেনই। এটা আমার প্রচÐ আত্মবিশ্বাস। মাসুদ মহিউদ্দিন ভাই যথেষ্ট সময় নিয়ে গবেষণা করে এটি নির্মাণ করেছেন যা দর্শকের কাছে ভালোলাগার জন্ম দিবে। আমি সত্যিই খুব আশাবাদী ছিলাম।’ পরিচালক মাসুদ মহিউদ্দিন বলেন, ‘দর্শক জেনির মাঝে নতুন এক ঝলক দেখতে পাবেন যা নতুন এক জেনিরও জন্ম দিবে নির্মাতা দর্শকের মাঝে। আমি এর প্রমাণ পাওয়া শুরু করেছি সাড়া পাওয়া থেকে।’ গত রবিবার থেকে বৈশাখী টিভিতে রাত ৯.১৫ মিনিটে ‘নগর জোনাকী’ ধারাবাহিকটির প্রচার শুরু হয়েছে। প্রতি রবি থেকে বৃহস্পতিবার এটি একই সময়ে প্রচার হবে এবং শুক্রবার একটি নির্দিষ্ট সময়ে ধারাবাহিকটির পাঁচ পর্ব একসঙ্গে প্রচার হবে। এদিকে জেনি অভিনীত মাসুদ মহিউদ্দিন পরিচালিত ‘মায়াবন বিহারিনী’ ধারাবাহিক নাটকটিও শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারে আসবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন