পাবনার বেড়া উপজেলার সাতসাকিনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদতের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিজ ঘর থেকে বিএনপি নেতা আব্দুল হামিদের (৫২) ঝুলন্ত লাশ উদ্ধার শনিবার সকালে উপজেলার কালিকাপুর গ্রামে তার বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ ।
নিহত আবদুল হামিদ বেড়া উপজেলার জাতসাকিনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও কাশীনাথপুর আবদুল লতিফ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ছিলেন। তিনি কালিকাপুর গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের পুত্র ।
নিহতের ভাই ইউনুছ আলী বরাত দিয়ে সূত্র জানায় , তার ভাই আব্দুল হামিদের পারিবারিক কোন সমস্যা ছিল না। আত্মহনন করার কোন কারণ ছিল বলে তার কাছে মনে হয়নি। ‘ভাইয়ের আত্মহত্যার কারণ বুঝতে পারছি না।’ শুক্রবার দিবাগত সেহেরীর সময় তার ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের লোকজন। পরে পুলিশে খবর দেয়া হয়। আমিনপুর থানার ওসি সুকুমার মোহন্ত জানান, ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ । এ বিষয়ে তদন্ত চলছে। ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন