শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

গান আর ঈদ অনুষ্ঠান নিয়ে তানভীর তারেক

বিনোদন রিপোর্ট | প্রকাশের সময় : ১১ জুন, ২০১৮, ১২:০০ এএম

সৃজনশীলতার বিভিনড়ব অঙ্গনে কাজ করে থাকেন তানভীর তারেক। এবারের ঈদেও তার প্রকাশ ঘটছে। টিভি চ্যানেল ও রেডিও স্টেশনে বিশেষ ঈদের অনুষ্ঠান ছাড়াও একাধিক গান প্রকাশ পাচ্ছে তার কম্পোজিশনে। তানভীর তারেক বলেন, সেলেব্রিটি মিউজিক চ্যানেলের ব্যানারে বেশ কিছু গান প্রকাশ পাবে। এর মধ্যে আমার কম্পোজিশনে সুবীর নন্দীর গাওয়া একটি সিঙ্গল ট্র্যাক রয়েছে। আমার নিজের গাওয়া দুটি রোমান্টিক গান রয়েছে। রমজানের ঐ রোজার শেষে গান¬টির একটি ব্লুজ ভার্সন করছি, যেটাতে গেয়েছি আমি, শাহরিয়ার রাফাত, মানিক ও টুটুল। এছাড়াও দুজন নবাগত শিল্পীর কয়েকটি গানের প্রজেক্ট করছি। গানের কাজ ছাড়াও ঈদে টিভি অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনা করছেন তিনি। এটিএন বাংলায় ৩ দিন ব্যাপী একাধিক ঈদ স্পেশাল পর্বের শূটিং শেষ করেছেন তিনি। যেখানে তানভীর তারেকের অতিথি হয়ে ঈদ আড্ডায় অংশ নিয়েছেন কৌশিক হোসেন তাপস, ফারজানা মুনিড়ব, ফুটবল তারকা জাহিদ হাসান এমিলি, চিত্রনায়িকা নিপূণ, সিয়াম আহমেদ ও পূজা চেরীসহ অনেকে। ঈদ আড্ডা করছেন জাগো এফএম-এর জন্যও। ঈদের বিশেষ অনুষ্ঠান প্রসঙ্গে তানভীর বলেন, যেহেতু প্রথমবারের মতো ঈদ ও বিশ্বকাপ খেলা একই সময়ে পড়েছে তাই ঈদের অনুষ্ঠানের আঙ্গিকেও দুটির সমন্বয় রাখার চেষ্টা করেছি। আশা করছি, দর্শকেরা সেই ভিনড়বতাও উপভোগ করবেন। এর বাইরে নিজের ইউটিউব চ্যানেলের জন্যও ঈদ স্পেশাল বিশেষ অনুষ্ঠান নির্মান করছেন। তানভীর তারেক বলেন, এখনকার দর্শকের সিংহভাগ ইউটিউব কেন্দ্রীক। তাই গত প্রায় এক বছর ধরেই আমি ইউটিউবে বিভিনড়ব ধরণের কন্টেন্ট প্রকাশ করছি। ঈদ উপলক্ষে বেশকিছু এক্সক্লুসিভ ইন্টারভিউ প্রকাশ পাবে। যেখানে আমার অতিথি জয়া আহসান, শাকিব খান, শাকুর মজিদ, ভারতের প্রখ্যাত কম্পোপাজার দূর্বাদল চট্টোপাধ্যায়, চিত্রনায়ক ফারুকসহ অনেকে রয়েছেন। উল্লেখ্য, ইতোমধ্যে তানভীর তারেকের ইউটিউব ভিত্তিক কয়েকটি শো বেশ জনপ্রিয়তা পেয়েছে। এর মধ্যে রয়েছে প্রতিদিনের লাইভ হকার ও বিষয়ভিত্তিক আলোচনার অনুষ্ঠান র‌্যান্ডম টক অন্যতম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন