বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামালায় জেলে রেখে সু-চিকিৎসা না দেওযায় প্রতিবাদে সমাবেশ করেছে জেলা বিএনপি। গতকাল রোববার বেলা ১২টায় শহরের কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশ বেষ্টনীর মধ্যে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাজমুল হক সনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম টুকু, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক দোহাসহ প্রমুখ নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসার দাবি জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন