শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

জিটিভি ও আরটিভিতে গ্রামীণ ফোনের ৭ দিনের টেলিফিল্ম ও নাটক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৮, ১২:০০ এএম

গ্রামীণ ফোন নিবেদিত ও প্রযোজিত জিটিভিতে ঈদের ৭ দিন রাত ১১টা ৫০ মিনিটে প্রচার হবে ৭টি ভিন্ন ধারার বিষয়ভিত্তিক টেলিফিল্ম। পেশাজীবী নারীদের জীবনের প্রাপ্তি ও অপ্রাপ্তির কাহিনী অবলম্বনে এই আয়োজনের শিরোনাম ‘গল্পের আড়ালে জীবনের ছবি’। ৭ জন ভিন্ন ভিন্ন পেশার নারীর অজানা গল্পা উপস্থাপন করা হয়েছে টেলিফিল্মগুলোতে। টেলিফিল্মগুলো হলো হেভি মেটাল বৌ, অভিমানী, হ্যালো-৯১১ লাভ ইমারজেন্সি, পরশ, মানুষ, র‌্যাম্প রান ও একদিন সোফিয়া। এগুলো নির্মাণ করেছেন শিহাব শাহীন, মোস্তফা কামাল রাজ, মাবরুর রশীদ বান্নাহ, শ্রাবণী ফেরদৌস, মাহমুদুর রহমান হিমি ও নিয়াজ কামরান। এই টেলিফিল্মগুলোতে অভিনয় করছেন চিত্রনায়িকা পূর্ণিমা, জাকিয়া বারি মম, শবনম ফারিয়া, তানজিন তিশা, মুমতাহিনা টয়া প্রমুখ। এছাড়া আরটিভিতে রাত ১১টা ৫ মিনিটে গ্রামীণ ফোন নিবেদিত ও প্রযোজিত ঈদের ৭ দিনে ৭টি নাটক প্রচার হবে। ‘এই সময়ের গল্প’ শিরোনামে নাটকগুলো প্রচার হবে। এগুলো হচ্ছে, মেমোরি লস, সংসার, কালো বরফ, বোন, নাইট ওয়াচম্যান, কতটা পথ পেরুবে ও ছবির মানুষ। নির্মাণ করেছেন মুহাম্মদ মুস্তফা কামাল রাজ, মাবরুর রশিদ বান্না, আরবি প্রিতম, আবদুল্লাহ, ইমেল হক এবং সায়মন।
ছবিঃ গ্রামীণ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন