গ্রামীণ ফোন নিবেদিত ও প্রযোজিত জিটিভিতে ঈদের ৭ দিন রাত ১১টা ৫০ মিনিটে প্রচার হবে ৭টি ভিন্ন ধারার বিষয়ভিত্তিক টেলিফিল্ম। পেশাজীবী নারীদের জীবনের প্রাপ্তি ও অপ্রাপ্তির কাহিনী অবলম্বনে এই আয়োজনের শিরোনাম ‘গল্পের আড়ালে জীবনের ছবি’। ৭ জন ভিন্ন ভিন্ন পেশার নারীর অজানা গল্পা উপস্থাপন করা হয়েছে টেলিফিল্মগুলোতে। টেলিফিল্মগুলো হলো হেভি মেটাল বৌ, অভিমানী, হ্যালো-৯১১ লাভ ইমারজেন্সি, পরশ, মানুষ, র্যাম্প রান ও একদিন সোফিয়া। এগুলো নির্মাণ করেছেন শিহাব শাহীন, মোস্তফা কামাল রাজ, মাবরুর রশীদ বান্নাহ, শ্রাবণী ফেরদৌস, মাহমুদুর রহমান হিমি ও নিয়াজ কামরান। এই টেলিফিল্মগুলোতে অভিনয় করছেন চিত্রনায়িকা পূর্ণিমা, জাকিয়া বারি মম, শবনম ফারিয়া, তানজিন তিশা, মুমতাহিনা টয়া প্রমুখ। এছাড়া আরটিভিতে রাত ১১টা ৫ মিনিটে গ্রামীণ ফোন নিবেদিত ও প্রযোজিত ঈদের ৭ দিনে ৭টি নাটক প্রচার হবে। ‘এই সময়ের গল্প’ শিরোনামে নাটকগুলো প্রচার হবে। এগুলো হচ্ছে, মেমোরি লস, সংসার, কালো বরফ, বোন, নাইট ওয়াচম্যান, কতটা পথ পেরুবে ও ছবির মানুষ। নির্মাণ করেছেন মুহাম্মদ মুস্তফা কামাল রাজ, মাবরুর রশিদ বান্না, আরবি প্রিতম, আবদুল্লাহ, ইমেল হক এবং সায়মন।
ছবিঃ গ্রামীণ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন