শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সিসিকের ৭৪৮ কোটি টাকার বাজেট ঘোষণা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৮, ১২:০০ এএম

সিলেট সিটি করপোরেশনের ২০১৮-১৯ অর্থবছরের জন্য ৭৪৮ কোটি ৬৪ লক্ষ ৪০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে আয় ও ব্যয়ের পরিমাণ সমান।
গত মঙ্গলবার বিকেলে নগরীর একটি হোটেলের হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই বাজেট ঘোষণা করেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।
বাজেটের উল্লেখযোগ্য আয়ের খাতগুলো হলো, হোল্ডিং ট্যাক্স ১৭ কোটি ৬৫ লাখ ৪৪ হাজার টাকা, স্থাবর সম্পত্তি হস্তান্তরের উপর কর ৮ কোটি টাকা, ইমারত নির্মাণ ও পুননির্মাণের উপর কর ২ কোটি টাকা, পেশা ব্যবসার উপর কর ৮ কোটি ৫০ লাখ টাকা, বিজ্ঞাপনের উপর কর ১ কোটি টাকা, পানির সংযোগ লাইনের মাসিক চার্জ বাবদ ৩ কোটি ৫০ লাখ টাকা, পানির লাইনের সংযোগ ও পুনঃসংযোগের ফি এক কোটি টাকা, নলকূপ স্থাপন অনুমোদন ও নবায়ন ফি ১ কোটি ৫০ লাখ টাকা প্রভৃতি।
নগরবাসী নিয়মিত হোল্ডিং ট্যাক্সসহ অন্য বকেয়া পাওনা পরিশোধ করলে বাজেট বছরে সিসিকের নিজস্ব খাতে ৮৭ কোটি ৪৮ লাখ ১৫ হাজার টাকা আয় হবে বলে ধরে নেওয়া হয়।
রাজস্ব আয়ের বিবরণে ২০১৭-১৮ সালের মার্চ পর্যন্ত রাজস্ব খাতে ২৫ কোটি ৫২ লাখ ৪৯ হাজার ৮০০ টাকা আয় দেখানো হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন