নিখোঁজের ২দিন পর পদ্মা নদীবক্ষ থেকে এক মুদি দোকানীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, পাবনা সদর উপজেলাধীন চরতারাপুর ইউনিয়নের গোয়াল বাড়িয়া গ্রামের রমজান বিশ্বাসের পুত্র আব্দুল কুদ্দুস ২দিন আগে নিখোঁজ হন। বুধবার দিবাগত রাত ১১ টার দিকে স্থানীয় লোকজন চরতারাপুর পদ্মা নদীতে একটি ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় । পুলিশ লাশ উদ্ধার করে। উদ্ধারকৃত লাশটি আব্দুল কুদ্দুসের বলে তার আত্মীয় স্বজনরা সনাক্ত করেন। চরতারাপুরের গোয়ালবাড়িয়া এলাকায় আন্ডারওয়ার্ল্ডের লোকজনের আনাগোনা ছিল। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক ইনকিলাবের পাবনা স্টাফ রির্পোটারকে মোবাইলে জানান, মৃত আব্দুল কুদ্দুস মুদি দোকানী ছিলেন। তিনি কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল বলে জানা যায়নি। তার মৃত্যু রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন