পাকিস্তানি অভিনেত্রী সাবা কমর তার বলিউড যাত্রা শুরু করতে যাচ্ছেন ইরফান খানের বিপরীতে। এই অভিনেত্রীটি এর আগে এমরান হাশমী আর রণদীপ হুদার বিপরীতে অফার ফিরিয়ে দিয়ে জানিয়েছিলেন শাহরুখ খান বা রণবীর কাপুরের বিপরীতে হলেই তিনি বলিউডে কাজ করবেন। বেশ আগেই তিনি ইরফান খানকে একজন ভালো অভিনেতা বলে উল্লেখ করেছিলেন।
সাবা সাধারণত টিভিতে অভিনয় করে থাকে তবে পাকিস্তানে তার দুটি ফিল্ম মুক্তি পেয়েছে এবং বেশ কয়েকটি নির্মাণ প্রক্রিয়ায় আছে। ‘মান্টো’ চলচ্চিত্রে তিনি গায়িকা নুর জাহানের ভ‚মিকায় অভিনয় করে প্রশংসা পেয়েছেন। চলচ্চিত্রটি সাদত হাসান মান্টোর সঙ্গে গায়িকা নুর জাহানের সম্পর্ক নিয়ে নির্মিত।
সাবার বলিউডের চলচ্চিত্রটি প্রযোজনা করবেন ভ‚ষণ কুমার এবং দীনেশ বিজন। চলচ্চিত্রটি পরিচালনা করবেন ‘পেয়ার কে সাইড ইফেক্টস’ এবং ‘শাদী কে সাইড ইফেক্টস’ চলচ্চিত্র দুটির জন্য খ্যাত সাকেত চৌধরি। নির্মিতব্য চলচ্চিত্রটি জীবনের কিছু বৈষম্য নিয়ে কমেডি ধারার।
নির্মাতাদের বিশ্বাস প্রাণোচ্ছল অভিনেত্রীটি তাদের চলচ্চিত্রের ভ‚মিকাটির জন্য একবারে সঠিক বাছাই। ক্যামেরায় তার উপস্থাপনা এবং আত্মবিশ্বাস দেখে মুগ্ধ হয়ে বিজন তাকে চ‚ড়ান্ত করেন। অনির্ধারিত নামের চলচ্চিত্রটির শুটিং আগস্টে শুরু হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন