অ্যাঞ্জেলিনা জোলি আর ব্র্যাড পিটের সুখের সংসারে আবার অশান্তির মেঘ জমেছে। এবার অ্যাঞ্জেলিনা ব্র্যাডকে ডিএনএ পরীক্ষা করাতে বলেছেন যাতে অভিনেত্রীটি নিশ্চিত হতে পারেন তার স্বামী গায়িকা-অভিনেত্রী মেলিসা এথারিজের সন্তানদের বাবা নন।
মেলিসা সম্প্রতি এক টক শোতে বলেছেন, তিনি এবং তার সমলিঙ্গ সঙ্গিনী জুলি সাফার একসময় ব্র্যাডের শুক্রাণু নিয়ে গর্ভসঞ্চারের বিবেচনা করেছিলেন। কিন্তু পরে তারা গায়ক ডেভিড ক্রসবিকে শুক্রাণু নিয়ে প্রক্রিয়া সম্পন্ন করেন। মেলিসার দুই সন্তান বেইলি আর বেকেট এখন কিশোর বয়সী।
মেলিসা বিষয়টি নিজেই মীমাংসা করে দিলেও সন্দেহপ্রবণ অ্যাঞ্জেলিনার জন্য ব্র্যাডের নাম উল্লেখ করাই যথেষ্ট। এক সূত্র বলেছে ব্র্যাড বলেছেন, আ্যাঞ্জেলিনা কোন কারণ ছাড়াই সন্দেহ করছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন