বিনোদন ডেস্ক : তরুণ গায়ক ইসলাম মানিকের দ্বিতীয় একক ভিডিও অ্যালবাম ‘মনঘুড়ি’র মোড়ক উন্মোচন করেছে সংগীতা। সম্প্রতি রাজধানীর একটি রেস্টুরেন্টে অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন এফবিসিসিআয়ের প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমেদ ও সঙ্গীত পরিচালক ফোয়দ নাসের বাবুসহ আরো বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে এফবিসিসিআই প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমেদ বলেন, আমি নানান কাজে ব্যস্ত থাকি তার পরেও সময় পেলে গান শুনি। শিল্পীদের ভালো এবং যুগোপযোগী গান করার আহŸান জানান তিনি। সঙ্গীত পরিচালক ফোয়াদ নাসের বাবু বলেন, এই অ্যালবামের প্রতিটি গান খুব যতœ সহকারে করা হয়েছে আশা করি শ্রোতারা বিনোদনের জন্য ভালো কিছু পাবে। তরুণরা যেন সংস্কৃতির সুফল দিয়ে যেতে পারে সেজন্য শ্রোতাদের সহযোগিতা কামনা করেন। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সঙ্গীতার সিইও ইমরান রবিন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন