বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা ডি এ তায়েব অভিনীত টেলিফিল্ম স্বপ্নঘুড়ি চ্যানেল আইতে প্রচার হবে ১৬ এপ্রিল শনিবার সকাল ১১:০৫ মিনিটে। এটি রচনা করেছেন আমানুল হক হেলাল। পরিচালনা করেছেন চন্দন চৌধুরী। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা ডি এ তায়েব। গল্পে দেখা যাবে ফরহাদ ভালো ছাত্র হওয়া সত্তে¡ও বার বার এসএসসি পরীক্ষা দিয়ে পাস করতে পারে না। সে পরীক্ষা হলে গিয়ে ফেল করার ভয়ে আর কিছু লিখতে পারে না। এমন একটি মজার গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্মটি। এতে তায়েবের বিপরীতে অভিনয় করছেন হিমি ও চৈতি। এছাড়া আরো অভিনয় করেছেন দিলু মজুমদার, আমিন আজাদ, আশরাফ কবির, অলকা সরকার, রিমুসহ আরো অনেকেই। প্রযোজনা করেছে এসজি প্রডাকশন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন