শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

নিউইয়র্কে বাংলা সিনে অ্যাওয়ার্ড মাতাবেন অনন্ত-বর্ষা

প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলা চলচ্চিত্রকে বিশ্ব দরবারে তুলে ধরতে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা সিনে অ্যাওয়ার্ড ২০১৬। আগামী ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের কোল্ডেন সেন্টারে এই জমকালো অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণ করবেন দেশের একঝাঁক তারকা। তবে অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে থাকবেন জনপ্রিয় তারকা জুটি অনন্ত-বর্ষা। তারা এ অনুষ্ঠানে পরফর্ম করবেন। এ নিয়ে ইতোমধ্যে নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে বেশ উৎসাহের সৃষ্টি হয়েছে। আয়োজকরাও অনন্ত-বর্ষার আগমনকে ব্যাপকভাবে প্রচার করছেন। উল্লেখ্য, ২০১৪-১৫ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে থেকে সেরা সিনেমা নির্বাচন করে পুরস্কৃত করা হবে। পুরস্কার প্রদানের ফাঁকে ফাঁকে পরিবেশিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনন্ত-বর্ষা ছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন চিত্রনায়ক ফেরদৌস, ইমন, চিত্রনায়িকা মৌসুমী, মাহি, মিম, অভিনেতা ওমর সানি, অমিত হাসানসহ বেশ কয়েকজন চলচ্চিত্র তারকা। এছাড়া সঙ্গীত পরিবেশন করবেন বালাম, তপু, পারভেজ, এস আই টুটুল প্রমুখ। উল্লেখ্য, প্রথমবারের মতো বাংলা সিনে অ্যাওয়ার্ড প্রদানের লক্ষ্যে ২০১৪-১৫ সালে বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর মধ্যে থেকে প্রাথমিকভাবে ২৫টি বিভাগে ১৮টি চলচ্চিত্র নির্বাচন করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন