ঢাকায় অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৩৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার সুমন কান্তি চৌধুরী ঈদের দিন শনিবার সকালে এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
তাদের কাছ থেকে ১ হাজার ২৩টি ইয়াবা ট্যাবলেট, ১ কেজি ৪২০ গ্রাম গাঁজা, ১২৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় বলে জানান তিনি।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩টি মামলা করেছে পুলিশ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন