শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বৈঠকে বসেছেন ২০ দলের নেতারা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ জুন, ২০১৮, ১:১৯ পিএম

আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনসহ তিন সিটি নির্বাচনের কর্মপরিকল্পনা ও জোট প্রধান বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়ে করণীয় নির্ধারণে বৈঠকে বসেছেন ২০ দলীয় জোটের নেতারা। বুধবার বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অন্যদের মধ্যে উপস্থিত আছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য আব্দুল হালিম, জাতীয় পার্টির (জাফর) মহাসচিব মোস্তফা জামান হায়দার, বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, এনডিপি চেয়ারম্যান খন্দকার গোলাম মর্তুজা, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, খেলাফত মজলিশের মহাসচিব আহমেদ আব্দুল কাদের, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া, জাগপা সভাপতি রেহেনা প্রধান, কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান, লেবার পার্টি মোস্তাফিজুর রহমান ইরান, হামদাল মেহেদি, ডিএল সাইফুদ্দিন মনি, পিপস লীগের সৈয়দ মাহবুব হোসেন, জমিয়তের মুফতি মহিউদ্দিন ইকরাম, ইসলামিক পার্টির আবু তাহের চৌধুরী, ইসলামিক ঐক্যজোটের এমএ রাকিব প্রমুখ।

বৈঠকে জোটের সম্বয়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত নেই। তবে তিনি কি কারণে বৈঠকে নেই, তা জানা যায়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন