আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ২০দলীয় জোট। সংবাদ সম্মেলন থেকে নির্বাচনের অংশগ্রহণ করা না করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।
রোববার (১১ নভেম্বর) দুপুর পৌনে ১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
শনিবার দিবাগত গভীর রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে প্রায় একই সময়ে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করবে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন