সম্প্রতি জানা গেছে, ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ সিরিয়ালে নৈতিক চরিত্রে অভিনয় চালিয়ে যেতে অনিচ্ছা প্রকাশ করেছেন অভিনেতা করণ মেহরা। সর্বশেষ খবর হলো একই সিরিয়ালে শাশুড়ির ভ‚মিকায় অভিনয়ে অস্বীকৃতি জানিয়েছেন হিনা খান। এর ফলে নির্মাতারা সিরিয়ালটির স্ক্রিপ্ট বদলাতে বাধ্য হয়েছেন।
একটি বিনোদন পোর্টালে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, মূল কাহিনীধারা অনুযায়ী রোহন মেহরা রূপায়িত নকশের সঙ্গে বিশাল আয়োজনে উমাঙ জৈন রূপায়িত নয়নতারার বিয়ে হবে। তবে শেষ পর্যন্ত নকশের মায় আকশারার ভ‚মিকায় অভিনয়কারী হিনা খান সবাইকে অবাক করে সিরিয়ালটি ছাড়ার কথা জানিয়ে দেন। তিনি জানান শাশুড়ির ভ‚মিকায় অভিনয়ে তিনি রাজি নন এবং নকশ আর তারাকে গুরুত্ব দেয়াটাও তার মনঃপূত হচ্ছে না। ইউনিট সদস্যরা তাকে মানাবার জন্য খুব চেষ্টা করে ব্যর্থ হয় এবং এই সিদ্ধান্তে করণ মেহরা তাকে সমর্থন দেন। শেষ পর্যন্ত স্ক্রিপ্ট বদরে এই যাত্রায় রেহাই পায় প্রডাকশন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন