জোডি ফস্টার এখন পরিচালক হিসেবে তার নতুন ফিল্ম ‘মানি মনস্টার’-এর মুক্তির প্রতীক্ষায় আছেন। এতে কেন্দ্রীয় দুই ভ‚মিকায় অভিনয় করেছেন জুলিয়া রবার্টস (ছবিতে ডানে) এবং জর্জ ক্লুনি। অভিনেত্রী-পরিচালকটি জানান, তিনি তার চলচ্চিত্রে অভিনয়ের জন্য জুলিয়াকে পাবেন এমন আশাও করেননি।
তার চলচ্চিত্রের কাস্ট সম্পর্কে এবং জুলিয়া যখন তার চলচ্চিত্রে কাজ করার জন্য সায় দিলেন সেসময় তার কী অনুভ‚তি হয়েছিল জানতে চাইলে জোডি বলেন, “আমরা যখন জুলিয়াকে পেলাম আমার বিশ্বাসই হচ্ছিল না, আমি রীতিমত গায়ে চিমটি কাটছিলাম।”
‘প্রিটি উওম্যান’ তারকাটিকে পাবার পর তার বিজয় নৃত্য নাচার মত অবস্থা হয়েছিল।
এক বিবৃতিতে ফস্টার বলেন, “জর্জ আর জুলিয়া চলচ্চিত্রটিতে অতুলনীয় অভিনয় করেছেন।”
‘মানি মনস্টার’ চলচ্চিত্রটি ২৩ মে মুক্তি পাবে।
জোডি ফস্টার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘লিটল ম্যান টেইট’ ১৯৯১ সালে মুক্তি পেয়েছিল। তিনি অভিনয়ে দুবার অস্কার জয় করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন