গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে আজ রোববার সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।
বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে বিকাল ৫টায় ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে গাজীপুর সিটি নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরা হবে।
সেখানে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার, গাজীপুর জেলার পুলিশ সুপার হারুন-উর রশিদকে প্রত্যাহারসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন মির্জা ফখরুল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন