সাভারে দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যান তল্লাশি করে ৫৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ।
রবিবার দুপুরে পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়িটি সাভার থানায় এনে তল্লাশিকালে বিশেষ কায়দায় রাখা ফেনসিডিলগুলো উদ্ধার করে পুলিশ।
এর আগে সকালে ঢাকা আরিচা-মহাসড়কের সাভারের হেমায়েতপুর এলাকায় পিকআপভ্যানটি একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই আবুল হাসেম নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়।
নিহত আবুল হাসেম (৪০) শরিয়তপুর জেলার নড়িয়া থানা এলাকার হাকিম বেপারীর ছেলে।
সে হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় স্ত্রী সন্তান নিয়ে একটি ভাড়া বাড়িতে বসবাস করতো। পেশায় সে মাইক্রোবাসের চালক ছিলো।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেন জানান, খালি পিকআপ ভ্যানটিতে ইঞ্জিনের ভিতরে বিশেষ কায়দায় রক্ষিত ৫৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক পালিয়ে যায়। পরে চালক ও মালিকের পরিচয় সনাক্তের জন্য পিকআপ ভ্যানটি তল্লাশি করতে গিয়ে ফেনসিডিলগুলো পাওয়া যায়। তবে ফেনসিডিলগুলো কোন যায়গা থেকে এনেছে এবং কোথায় নিয়ে যাচ্ছিল তা জানতে পারেনি পুলিশ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন