শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সংবাদ প্রকাশের পর তৎপর পুলিশ বিরলে ১৯১ বোতল ফেন্সিডিল উদ্ধার

বিরল (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০২০, ৪:২৩ পিএম

মাদকে ভাসছে দিনাজপুরের বিরল উপজেলা এ শিরনামীয় সংবাদ প্রকাশের পর পুলিশ তৎপর হয়ে উঠেছে। সংবাদ প্রকাশের মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পুলিশ আমদানী নিষিদ্ধ ভারতীয় ১৯১ বোতল ফেন্সিডিল উদ্ধার করে ৩ জন পলাতক ব্যক্তিকে আসামী করে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করেছে।
জানাগেছে, শনিবার সকাল সাড়ে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিরল থানার এসআই ফারুক হোসেন সংগীয় অফিসার ও ফোর্সসহ উপজেলার ভান্ডারা ইউপি’র বান্দইল গ্রামের একটি ধান ক্ষেতে অভিযান চালিয়ে আমদানী নিষিদ্ধ ভারতীয় অবৈধ মাদকদ্রব্য ১৯১ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িত ব্যক্তিরা পালিয়ে যেতে সক্ষম হয়। এঘটনায় এসআই ফারুক হোসেন বাদী হয়ে শনিবার দুপুরে ৩ জন পলাতক ব্যক্তিকে আসামী করে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা নং ৩২ দায়ের করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন