শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বিটিভিতে নতুন ধারাবাহিক ঘাটের কথা

প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বিটিভিতে আজ থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ঘাটের কথা। এটি রচনা ও পরিচালনা করেছেন মাসুম আজিজ। অভিনয় করেছেন মাসুম আজিজ, ডলি জহুর, শহিদ আলমগীর, অহনা, সমু চৌধুরী, মুক্তি, আরফান, জয়রাজ, সাবিহা, প্রমুখ। কয়দিন আগেও এই জায়গাটিতে ছিলো খেয়া পারাপারের ঘাট। ঘাটের সঙ্গেই জড়িয়ে ছিলো শত মানুষের কষ্ট-আনন্দ আর সুখ-দুঃখের গল্প। সংসার গড়া সংসার ভাঙ্গা আর কত আনন্দ বিচ্ছেদ। প্রেম ছিল, ছিলো সংঘাত। এখন সেতু হয়েছে। মানুষের গতি বেড়েছে। মানুষগুলোর জীবনযাত্রায়ও পরিবর্তন হয়েছে। এ ঘাটের মানুষের সংগ্রামের গল্প নিয়েই নির্মিত হয়েছে ঘাটের কথা। নাটকটি প্রসঙ্গে মাসুম আজিজ বলেন, নাটকের গল্প আমার অভিজ্ঞতারই চলচ্চিত্র। চরিত্র-স্থান-কাল আর গল্পের বাস্তবতা সবই ঘটে যাওয়া সত্য ঘটনা। নাটকের প্রয়োজনে খানিকটা শিল্পের মিশেল মাত্র। তিরিশ বছর আগে ঠিক এমনই একটি ঘাটে ঘটে যাওয়া অনেক ঘটনার আংশিক নাট্যরূপ ঘাটের কথা। আশা করছি, অতীতের সঙ্গে বর্তমানকে মিলিয়ে দর্শক আপ্লত হবেন। নাটকটি প্রতি বুধবার রাত ৯টায় প্রচার হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন