শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কর্মকর্তা জুডি সু এর বাংলাদেশ সফর

| প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৮, ১২:০২ এএম


স্ট্যান্ডার্ড চার্টার্ড এর আসিয়ান ও দক্ষিণ এশিয়ার রিজিওনাল সিইও জুডি সু সম্প্রতি প্রথমবারের মতো আনুষ্ঠানিক সফরে ঢাকায় আসেন। জুডির সাথে স্ট্যান্ডার্ড চার্টার্ড এর আসিয়ান এবং দক্ষিণ এশিয়ার রিজিওনাল চীফ অপারেটিং অফিসার রোসালিন্ড এনজি ছিলেন। দু’দিনের ঢাকা সফরে জুডি রেগুলেটর, ক্লায়েন্ট এবং ব্যাংকের গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারদের সাথে সাক্ষাত করেন। এ সফরের মূল উদ্দেশ্য ছিল সরকারি ও বেসরকারি উভয় খাতে ব্যাংকের কৌশলগত অংশীদারিত্বের গভীরতা বৃদ্ধি এবং বাংলাদেশের বাণিজ্য ও সমৃদ্ধিতে সহায়তা করা। জুডি ২০০৯ সালের ডিসেম্বরে স্ট্যান্ডার্ড চার্টার্ডে গেøাবাল হেড অব ওয়েলথ ম্যানেজমেন্ট হিসেবে যোগদান করেন এবং ব্যাংকের সম্পদ ব্যবস্থাপনা ব্যবসার কৌশলগত অগ্রগতি লাভ করেন। এর আগে, জুডি সিটি ব্যাংকে ১৮ বছর ছিলেন। যেখানে তিনি এশিয়াতে তার কনজিউমার ব্যাংকিং বিজনেসে নেতৃত্বের ভূমিকা পালন করেছিলেন। জুডি ২০১২ সালের অক্টোবরে সিইও হিসেবে সিঙ্গাপুরে নিযুক্ত হন এবং ২০১৭ সালের অক্টোবরে সিইও হিসেবে সিঙ্গাপুর ও আসিয়ান মার্কেট-এ (মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড ও রেপ অফিস) নিযুক্ত হন। ১ জুন ২০১৮ থেকে তিনি আঞ্চলিক সিইও, আসিয়ান ও দক্ষিণ এশিয়ার ভূমিকা পালন করছেন। -বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন