আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে ইত্যাদি’র সংকলিত পর্ব। ইতোপূর্বে প্রচারিত ইত্যাদি’র কয়েকটি পর্ব থেকে সংকলন করে সম্পাদনার টেবিলে তৈরি করা হয়েছে এই পর্বটি। মূল পর্বটি প্রচারিত হয়েছিল ২০০৬ সালের জুলাই মাসে। যেহেতু এই সংকলিত পর্বটি বিশ্বকাপ ফুটবল খেলার সময়ে প্রচার হবে তাই অনুষ্ঠানের অধিকাংশ বিষয়ই বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে সাজানো হয়েছে। বিষয় বৈচিত্রে ভরপুর ‘ইত্যাদি’র এই পর্বে ছিল বেশ কয়েকটি হৃদয়ছোঁয়া প্রতিবেদন। সরকারী ও বেসরকারী উদ্যোগে বাংলাদেশে প্রথম কুমীর চাষ প্রকল্পের উপর রয়েছে একটি তথ্য ভিত্তিক রিপোটিং। এই রিপোটিংয়ের অংশবিশেষ বিদেশেও চিত্রায়ন করা হয়েছে। ঢাকায় বসবাসকারী একজন চীনা নাগরিকের উপর একটি চমৎকার রিপোটিং রয়েছে। যার মাধ্যমে মালিক ও শ্রমিকের মধ্যে মধুর সম্পর্কের বিষয়টি তুলে ধরা হয়েছে। পাহাড়িয়া গ্রামের দৃষ্টি প্রতিবন্ধি জামাল মিঞার উপর রয়েছে একটি মানবিক প্রতিবেদন। দৃষ্টি প্রতিবন্ধি হওয়া সত্তে¡ও দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষের মতই যিনি দৈনন্দিন কাজগুলো করে থাকেন খুব সহজেই। এছাড়াও চুল দিয়ে কিছু অভিনব ক্রীড়া নৈপূণ্য প্রদর্শন করেছেন নীলফামারী জেলার ভ্যান চালক রবিউল ইসলাম। বিদেশি প্রতিবেদন পর্বে রয়েছে নেদারল্যান্ডস্ এর রাজধানী আমস্টারডাম থেকে বিশ কিলোমিটার দক্ষিণে পৃথিবীর সর্ববৃহৎ ব্যবসায়ীক ভবন ব্লুমেনভেলিং আলসমিয়ারের উপর একটি তথ্যবহুল প্রতিবেদন। যেখানে শুধুমাত্র ফুল এবং ফুল গাছের চারা কেনাবেঁচা করা হয়। এছাড়াও আলমগীর মিয়া নামক একজন বংশীবাদকের বিচিত্র বংশীবাদন রয়েছে এবারের পর্বে। এবারের ইত্যাদিতে গান গেয়েছেন শিল্পী পান্থ কানাই। মোহাম্মদ রফিকউজ্জামানের কথায় ও বাসুর সঙ্গীত পরিচালনায় করা এই গানটির মাধ্যমেই পান্থ কানাই প্রথম টিভি পর্দায় আসেন। আর একটি গান গেয়েছেন শিল্পী মিতালী মুখার্জী। গানটির চিত্রায়ন করা হয়েছিল চলন্ত ট্রেনে। দর্শকপর্ব, মামা-ভাগ্নে, নানী-নাতি, চিঠিপত্র ইত্যাদি নিয়মিত পর্বসহ বিভিন্ন সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে রয়েছে বেশ কয়েকটি বিদ্রæপাত্মক নাট্যাংশ। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। একযোগে প্রচারিত হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে-এ। যথারীতি এবারও ‘ইত্যাদি’ স্পন্সর করেছে কেয়া কস্মেটিকস্ লিমিটেড।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন