সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

তালেবানের বিরুদ্ধে ফের অভিযানের নির্দেশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৮, ১২:০৬ এএম

তালেবান বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান অস্ত্রবিরতি সমাপ্তির ঘোষণা দিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। পাশাপাশি বিদ্রোহীদের পূর্ণ শান্তি আলোচনায় রাজি হওয়ারও আহŸান জানিয়েছেন তিনি। শনিবার রাজধানী কাবুলে এক সংবাদ সম্মেলনে তালেবানকে ব্যাপকভিক্তিক শান্তি আলোচনায় যোগ দেওয়ার আহŸান জানিয়ে গনি বলেছেন, “তারা কি হত্যাকাÐ চালিয়ে যাবে না শান্তি প্রক্রিয়ায় যোগ দিবে, তা এখন তালেবানকেই সিদ্ধান্ত নিতে হবে।” দু’পক্ষের এই অস্ত্রবিরতি শেষ হওয়ার পর আরও ১০ দিন তালেবানের বিরুদ্ধে আক্রমণাত্মক হামলা বন্ধ রাখতে সরকারি বাহিনীগুলোকে নির্দেশ দিয়েছিলেন গনি। কিন্তু জঙ্গিগোষ্ঠীটি তাদের ঘোষিত অস্ত্রবিরতি শেষ হওয়ার পরপরই আফগানিস্তানের সরকারি বাহিনীর ওপর বেশ কয়েকটি বড় ধরনের হামলা চালায়। এসব হামলা সত্বেও ঈদের পর থেকে এতদিন আফগান নিরাপত্তা বাহিনী মূলত আত্মরক্ষামূলক অবস্থানেই
ছিল। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন