বিনোদন ডেস্ক : বাংলা নববর্ষ উপলক্ষে পহেলা বৈশাখে বিশেষ আয়োজনে অনুষ্ঠানমালা সাজিয়েছে মাছরাঙা টেলিভিশন। পহেলা বৈশাখ দিনব্যাপী এ আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ‘মি. ম্যাংগো বৈশাখী কনসার্ট’। দুপুর ১২ থেকে শুরু করে বিকাল ৫টা পর্যন্ত ধানমন্ডির আবাহনী মাঠ থেকে সরাসরি সম্প্রচার হবে এই কনসার্ট। এবারের কনসার্টে গান পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড এলআরবি, ফিডব্যাক ও বাপ্পা অ্যান্ড ফ্রেন্ডস। সেই সাথে গানের দল ‘বাউল এক্সপ্রেস’-এর পরিবেশনাও থাকবে। এ ছাড়া সকাল ৯টায় থাকছে বৈশাখী উৎসব নিয়ে বিশেষ আয়োজন ‘রাঙা বৈশাখ’। বিকাল ৫টা ২ মিনিটে প্রচার হবে বিশেষ প্রামাণ্যচিত্র ‘আটপৌরে’। সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে প্রামাণ্যচিত্র ‘পহেলা বৈশাখ’। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে থাকছে বিশেষ টেলিফিল্ম ‘জগতির এক রাত’। সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডের পরিচালনায় এতে অভিনয় করেছেন আলিশা প্রধান, সুমনা সোমা, বিনয় ভদ্র, এস এম মহসীন প্রমুখ। বৈশাখের সাজ নিয়ে আয়োজন ‘জুঁইয়ের সাথে বৈশাখী সাজে’ প্রচার হবে রাত ৯টা ২০ মিনিটে। রাত ১১টায় বৈঠকী গানের সরাসরি অনুষ্ঠান ‘তোমায় গান শোনাবো’-তে গান পরিবেশন করবেন ফাহমিদা নবী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন