শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

সতের বছরে একুশে টেলিভিশন

প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আজ ১লা বৈশাখ ১৪২৩ (১৪ এপ্রিল,২০১৬) সতের বছরে পা রাখছে প্রথম বেসরকারি টেলিভিশন একুশে টেলিভিশন। মুক্তিযুদ্ধের চেতনা ও পরিবর্তনে অঙ্গিকারবদ্ধ থাকার প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু হয়েছিল এই টেলিভিশনটির। ১৬ বছর ধরে প্রতিষ্ঠানটিকে অতিক্রম করতে হয়েছে নানা ঝঞ্ঝা সংকুল পথ। প্রতিহিংসার শিকার হয়ে বন্ধ হয়ে গেছে তার সম্প্রচার, পেশাজীবী সাংবাদিক-সম্প্রচারকর্মীরা বিপন্ন হয়েছে। কিন্তু সকল সংকট অতিক্রম করে বার বার মাথা তুলে দাঁড়িয়েছে একুশে টেলিভিশন। একুশের জন্মদিনে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পীকার শিরীন শারমিন চৌধুরি, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ, তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু প্রমুখ। একুশের দর্শক-শ্রোতা, শুভানুধ্যায়ী, কলাকুশলী, ক্যাবল অপারেটর ও বিজ্ঞাপণ দাতাদের শুভেচ্ছা জানিয়েছেন একুশে টেলিভিশনের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ। তিনি বলেছেন, ‘সতেরতম বছরে পা দিয়ে তারুণ্যের ঝলক ছড়াবে একুশে টেলিভিশন’। একুশে টেলিভিশনের প্রধান সম্পাদক এবং প্রধান নির্বাহী মনজুরুল আহসান বুলবুল বলেছেন, ‘নতুন বছরে, নতুন সাজে, নতুন বিষয়বস্তু‘ নিয়ে, নতুন উপস্থাপনা কৌশলে নতুন ব্যবস্থাপনায় একুশে দৃঢ় পায়ে এগিয়ে চলবে।’ বাংলা নতুন বছর ও একুশের জন্মদিনে দিনভর থাকছে নানা আয়োজন। একুশে ভবনে দিনভর চলবে একুশে কর্মী কলাকুশলীদের সম্মিলন। একুশের পর্দায় বিশেষ আয়োজনের মধ্যে থাকবে, একুশের ধারাবাহিক ইতিহাস তুলে ধরে ‘একুশের পাল তুলে’, বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘একুশের ঢোল’, বাউল গান, মিউজিক্যাল শো, টেলিফিল্ম ‘ব্যাড লাক’। এছাড়া পহেলা বৈশাখ সকালে লালমাটিয়া থেকে এবং দুপুরে মিরপুর সিটি ক্লাব মাঠ থেকে বৈশাখী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করবে একুশে টেলিভিশন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন