বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জামিনের আদেশ স্থগিতের প্রতিবাদে নেত্রকোনা জেলা বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার নেত্রকোনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১০টায় ছোট বাজারস্থ দলীয় কার্যালয় থেকে দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ তাদের বাঁধা দেয়। পরে নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ের সামনেই বিক্ষোভ করে। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, দলের সাধারণ সম্পাদক বিশিষ্ট অর্থপেডিক চিকিৎসক ড্যাব নেতা অধ্যাপক ডাঃ আনোয়ারুল হক। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল ওয়াহাব ভূঁইয়া, সৈয়দ জাহেদুল আলম, যুগ্ম সম্পাদক সালাহ উদ্দিন খান মিল্কী, মশিউর রহমান মশু, সহ সম্পাদক আমিনুল হক আমীন, সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুজ্জামান দুদু, প্রচার সম্পাদক সেলিম আহমেদ, শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ হাবিবুর রহমান, যুব বিষয়ক সম্পাদক কামরুল হক, বিল্লাল উদ্দিন সেলিম, এড্ আব্দুর রাজ্জাক, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সৈয়দ আজহারুল ইসলাম কমল, রফিকুল ইসলাম রফিক, স্বেচ্ছাসেবক দলের নেতা ফারুক তালুকদার, সিরাজুল ইসলাম তালুকদার রুবেল, শরিফুল ইসলাম সবুজ, মোয়াজ্জেম হোসেন, ওমর ফারুক, জেলা ছাত্রদলের সহ-সভাপতি এস এম দেলোয়ার হোসেন, শামছুল হুদা শামীম, শ্রমিক দলের নেতা ইদ্রিস আলী ও মিন্টু প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন