সুপ্রিম কোট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি মো: আবু আহমেদ জমাদারকে ফের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ে থেকে নিয়োগ দিয়ে এ আদেশ জারি করা হয়। উল্লেখ্য, ২০১৭ সালের ১১ অক্টোবর অবসরোত্তর ছুটি বাতিল করে জেলা জজ আবু আহমেদ জমাদারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য নিয়োগ দেয়া হয়। তিনি গত ৩০ মে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। এতে ট্রাইব্যুনালের সদস্য পদটি শূন্য হয়ে যায়। এখন আবারও তাকে আগের পদে নিয়োগ দেয়া হলো।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন