গত ৩০ মার্চ শুরু হওয়া বিক্ষোভে তাকে নিয়ে এ পর্যন্ত ১৩৬ নিরস্ত্র মানুষকে হত্যা করেছে ইসরাইলি স্নাইপাররা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ব গাজায় বিক্ষোভ চলার সময় ২২ বছর বয়সী ওই যুবকের বুকে গুলি লাগলে তিনি নিহত হন। একইস্থানে ইহুদি রাষ্ট্রটির গোলাবর্ষণে আরো আটজন আহত হয়েছেন।
তবে এই দুই হতাহতের পরিস্পর সম্পর্কিত কিনা নিশ্চিত করা সম্ভব হয়নি।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, শুক্রবার ইসরাইলি সীমান্তে বিক্ষোভ প্রদর্শন করতে তিন হাজার ফিলিস্তিনি জড়ো হয়েছিলেন। এতে প্রায় চারশ নিরস্ত্র মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে ৫৭জনের শরীরেই তাজা গুলি বিদ্ধ হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানায়, গাজা উপত্যকায় একটি বিস্ফোরণে কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন।
২০ লাখ লোকের গাজা উপত্যকায় অধিকাংশই শরণার্থী হিসেবে বসবাস করছেন। এদিকে ইসরাইল ও মিসরের এক যুগের অবরোধের উপত্যকাটির অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়েছে।
মন্তব্য করুন