দেশের তৃণমূল পর্যায়ে সংস্কৃতি চর্চা প্রসার ও বিস্তৃতি ঘটানোর লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের ৬৪টি জেলায় আগামী ২০-২১ জুলাই দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব আয়োজন করা হবে। সম্প্রতি সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপির সভাপতিত্বে এ সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভা হতে জানা যায়, দেশব্যাপী এ সাংস্কৃতিক উৎসবে স্থানীয় শিল্পীদের দ্বারা রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, আধুনিক গান, দেশাত্ববোধক গান, কবিতা আবৃত্তি, একক অভিনয়, পল্লীগীতি, লালনগীতি, লোকগীতি, আঞ্চলিক গান, জারিসারি, মুর্শিদী গান ইত্যাদি পরিবেশিত হবে। এছাড়া স্থানীয় সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করে এবং ফুটিয়ে তোলে, এমন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানকে উৎসবে প্রাধান্য দিয়ে পরিবেশনের চেষ্টা করা হবে। সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন সময়ে সরকারের জনকল্যাণমূলক কর্মকাÐের ওপর নির্মিত বিভিন্ন ভিডিও তথ্যচিত্র এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন কর্মকাÐের ভিডিও তথ্যচিত্র প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হবে। তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তর এ উৎসবের প্রচার কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে। উৎসব উপলক্ষে আগামী ১৮ জুলাই ১১ টায় তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে কেন্দ্রীয়ভাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। একইদিন জেলা তথ্য অফিসের সহযোগিতায় দেশব্যাপীও সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ নাসির উদ্দিন আহমেদ, অতিরিক্ত সচিব মসিউর রহমান, অতিরিক্ত সচিব রোকসানা মালেক, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক আশীষ কুমার সরকার, প্রতœতত্ত¡ অধিদপ্তরের মহাপরিচালক আলতাফ হোসেন, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক শাহেনুর মিয়া, জেলা প্রশাসনের প্রতিনিধিবৃন্দ, জেলা কালচারাল অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন