শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বিএনপি নেতাকর্মীদের দেখানো হচ্ছে ভয়ভীতি

সিলেটে আমীর খসরু মাহমুদ

ফয়সাল আমীন | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

শুরুতে দৃশ্যমান ঐক্য দেখাতে ব্যর্থ হয়েছে বিএনপি তথা ২০ দলীয় জোট। শেষ পর্যন্ত বিএনপির বিদ্রোহী ও জামায়াতের স্বতন্ত্র প্রার্থী এহসানুল মাহবুব জুবায়ের মনোনয়ন প্রত্যাহার না করায় সিটি নির্বাচনে ভোট রাজনীতির কঠিন সমীকরণে এখন বিএনপি সমর্থিত প্রার্থী আরিফুল হক চৌধুরী। অপরদিকে দৃশ্যমান ঐক্যের বাহাদুরিতে আওয়ামীলীগ তথা ১৪ দল সমর্থিত সাবেক মেয়র বদর উদ্দিন কামরান। ফুরফুরে মেজাজে দিব্যি নির্বাচন মুখী তিনি।
গতকাল সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের ছিল শেষ দিন। কিন্তু সকল জল্পনা জিইয়ে রেখেই প্রতিদ্ব›িদ্বতায় অনঢ় থেকে গেলেন মহানগর বিএনপির সেক্রেটারী, মেয়র পদে বিএনপির বিদ্রোহী প্রার্থী বদরুজ্জামান সেলিম ও ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল জামায়াত ইসলামীর সিলেট মহানগর আমীর এহসানুল মাহবুব জুবায়ের। তাদের মনোনয়ন প্রত্যাহার নিয়ে বিএনপি সমর্থিত প্রার্থী আরিফুল হক চৌধুরী সহ দলের নিবেদিত সমর্থকরা ছিলেন আশাবাদী। সর্বোচ্চ পর্যায় থেকে দেন দরবারের মাধ্যমে মনোনয়ন প্রত্যাহার হবেই এমনটিই মনে করেছিলেন তারা। ব্যক্তিগত অবস্থা থেকেই আরিফুল হক চৌধুরীও চেষ্টা করেছিলেন। কিন্তু সফল হয়নি কোন চেষ্টাই। প্রশ্নবিদ্ধ নানা হিসেব নিকেষের মধ্যেই তারা নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতায় এক পায়ে খাঁড়া। নাগরিক কমিটির ব্যানারে নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী বদরুজ্জামান সেলিম। নাগরিক ফোরামের মনোনীত মেয়র প্রার্থী নির্বাচন যুদ্ধে অবতীর্ণ হয়েছেন জামায়াত নেতা এহসানুল মাহবুব।
সেলিমের প্রার্থীতা প্রসঙ্গে সিসিকের সদ্য সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ইঙ্গিত দিয়ে বলেছেন, সেলিম ‘ফাঁদে পড়েছেন’ এবং ‘অন্য কারো উদ্দেশ্য বাস্তবায়ন করছেন’। তিনি আরো বলেন, আমরা একটা সংগঠনের আদর্শে বিশ্বাস করি। দায়িত্বশীল পদে থেকে কারো ট্র্যাপে পড়ে, ফাঁদে পড়ে নিজের অস্তিত্বকে বিলীন করা উচিত নয়। দল এখন ক্রাইসিস মুহুর্তে। আমি যদি দলের সদস্য হয়ে থাকি, তবে আমার উচিত হবে দলের প্রতি অবিচল আস্থা রেখে কাজ করা।‘
তবে বিএনপি তথা ২০ দলীয় জোটের নির্বাচনী ঐক্যে জঠিলতার বাস্তবতা ছাপিয়ে গতকাল সিলেটে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন সমন্বয়কারী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বিভিন্ন এলাকায় পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজন বিএনপি নেতাকর্মীদের ভয়ভীতি দেখাচ্ছে। ভয়ভীতি এমন পর্যায়ে গেছে যে, বলা হচ্ছে তোমরা ৩০ জুলাই পর্যন্ত এলাকা ছেড়ে থাকো।’ ভয়ভীতি দেখানোর বিষয়ে সিলেট মহানগর পুলিশের কমিশনার ও নির্বাচন কমিশনকে সোমবার অবহিত করেছেন আরিফুল হক চৌধুরী, এমনটা জানিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে ‘কাজ কতোটুকু হবে’ তা নিয়ে ‘সন্দেহ’ পোষণ করেছেন বিএনপির ওই কেন্দ্রীয় নেতা। সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন ও মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন উপস্থিত ছিলেন।
চরমোনাই পীর মনোনীত প্রার্থীর কুশল বিনিময়
পীর সাহেব চরমোনাই মনোনীত ও উলামা মাশায়েখ সমর্থিত মেয়র পদপ্রার্থী সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান গতকাল সোমবার বাদ যোহর নগরীর মিরবক্সটুলা নয়াসড়ক মাদরাসার প্রিন্সিপাল আল্লামা মাওলানা সাইফুল্লাহ, শায়খুল হাদিস আল্লামা মুজিবুর রহমান,শিক্ষাসচিব মাওলানা শামছুল ইসলাম এর সাথে মতবিনিময় করে নয়াসড়ক মসজিদের মুসল্লি ও এলাকার জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন