শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রামগড়ে পুকুরে ডুবে হাইস্কুলের ছাত্রের মৃত্যু

রামগড়(খাগড়াছড়ি)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৮, ২:২০ পিএম

রামগড় সরকারী উচ্চ বিদ্যালয়ের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে আবু জোবায়ের (১৫) নামে ৯ম শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে। আবু জোবায়ের রামগড় পৌরসভার চৌধুরিপাড়া এলাকার বাসিন্দা আব্দুল খালেকের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আবু জোবায়ের সোমবার বিকাল ৫টার দিকে পরীক্ষা শেষে মাঠে খেলা করার পর কয়েকজন বন্ধুসহ স্কুলের পুকুরে গোসল করতে যায়। গোসল করে বন্ধুরা পুকুরের ঘাটে ফিরে আসলেও জোবায়েরকে না দেখে খুঁজতে থাকে। এক পর্যায়ে মাঠে খেলারত সহন্ধুদের সহায়তায় পানিতে ডুবন্ত অবস্থায় তাকে খুঁজে পায়। উদ্ধারের পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়।
তার বড় ভাই মাওলানা আব্দুস সামাদ জানান, সে সাঁতার জানতো না। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহবন্ধু, স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন