সঞ্জয় দত্তর ঝড়ো জীবন নিয়ে মানুষের আগ্রহের পরম প্রমাণ সঞ্জু চলচ্চিত্রটি আকাশছোঁয়া সাফল্য। ২৯ জুন মুক্তি পাবার পর তিন দিনেই ফিল্মটি ১০০ ক্লাবের সদস্য হয় (আয়: ১০২.০৬ কোটি রুপি) প্রথম সপ্তাহেই ২০২.৫২ কোটি রুপি আয় করে চলচ্চিত্রটি ২০০ কোটি ক্লাবের অন্তর্ভুক্ত হয় আর এখন বিরল ৩০০ কোটি ক্লাবের সদস্য হবার জন্য অপেক্ষায় আছে সঞ্জু; সেজন্য আর কয়েকটি দিন চলতি ধারার আয়ে টিকে থাকতে হবে এই পর্যায়ে এ পর্যন্ত প্রায় নিশ্চিত। মুক্তির পর দ্বিতীয় মঙ্গলবার পর্যন্ত সঞ্জুর আয় ছিল ২৭৫.৪৮ কোটি রুপি। মঙ্গলবার আয় ছিল ১০ কোটি রুপির কাছাকাছি এই দিন পর্যন্ত বিশ্বব্যাপী আয় ৪৬০ কোটি রুপি ছাড়িয়েছে। আভ্যন্তরীণভাবে ৩০০ কোটি রুপির বেশি আয়ের ভারতীয় ফিল্মগুলো হল বাহুবলি' পিকে, টাইগার জিন্দা হ্যায় এবং এ বছরের পদ্মাবত। সঞ্জু এ বছরের সফলতম চলচ্চিত্র তাও নিশ্চিত হয়েছে। রাজকুমার হিরানির পরিচালনায় রণবীর ছাড়া অভিনেতা সঞ্জয় দত্তর জীবনী চলচ্চিত্রে সঞ্জুতে অভিনয় করেছেন ভিকি কৌশল, সোনম কাপুর, পরেশ রাওয়াল, দিয়া মির্জা, টাবু এবং অতিথি ভ‚মিকায় আনুশকা শর্মা।পরিচালক হিরানি এবং প্রযোজক বিধু বিনোদ চোপড়ার আরেকটি সফল চলচ্চিত্র সঞ্জু। এর আগে এই জুটি থ্রি ইডিয়টস দিয়ে ২০০ কোটি ক্লাব এবং পিকে দিয়ে ৩০০ কোটি ক্লাবের সূচনা করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত রেইস থ্রির আয় ১৭০ কোটি রুপির নিচে স্থির ছিল। গত শুক্রবার ফল হিয়ার অর টু গো? মুক্তি পেয়েছে , এটির আয় সঞ্জুকে প্রভাবিত করতে পারেনি। 'ফ্রাই ডের মুক্তি বাতিল হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন