বলিউডে এখন আর দিয়া মির্জাকে দেখা যায় না। এখানে নির্মিত তার শেষ চলচ্চিত্র ‘লাভ ব্রেকআপস জিন্দেগি’ মুক্তি পেয়েছে ২০১১তে আর প্রথম এবং শেষ বাংলা ফিল্ম ‘পাঁচ অধ্যায়’ মুক্তি পেয়েছে পরের বছর। এখন তিনি চলচ্চিত্র প্রযোজনায়ই বেশি মনোযোগী। এছাড়া অচিরেই টেলিভিশনে তার অভিষেক হতে যাচ্ছে। ফিকশন নয় তিনি ‘গঙ্গা দ্য সোল অফ ইন্ডিয়া’ নামে একটি ভ্রমণ বিষয়ক অনুষ্ঠানে অংশ নেবেন।
গত কয়েকটি মাস তিনি এই অনুষ্ঠানটির শুটিংয়ে বারানসি আছেন। শুধু এই অনুষ্ঠানটির জন্য তিনি তার দীর্ঘ কেশ ছোট করেছেন। এছাড়া তাকে ভিন্ন সাজে দেখা যাবে এই ট্রাভেল শোতে। টেলিভিশনে কাজ করা যুক্তি দিতে গিয়ে তিনি বলেন, “কোন একজন মানুষ নতুন জগত চেনা, নতুন কিছু শেখা আর আনন্দ থেকে নিজেকে দূরে রাখবে কেন? আমি যা ভালোবাসি তা করতে পারছি বলে নিজেকে ভাগ্যবান মনে করি আর আমাকে বেঁচে থাকার জন্য আয়ও তো করতে হবে।”
গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন