বিনোদন ডেস্ক : এশিয়ান টিভিতে সমসাময়িক বিষয় নিয়ে আড্ডা আলাপের অনুষ্ঠান মিডিয়া ডায়লগ-এর এবারের বিষয় সম্মাননা ও দায়বদ্ধতা। অতিথি পাক্ষিক আনন্দধারা ও ডেইলি স্টারের স্টার শোবিজের এডিটর রাফি হোসেন এবং চলচ্চিত্র তারকা কুসুম শিকদার। বৈশাখে মুক্তিপ্রাপ্ত প্রখ্যাত নির্মাতা গৌতম ঘোষের নতুন চলচ্চিত্র শঙ্খচীল-এ প্রসেনজিতের বিপরীতে অভিনয় করেছেন কুসুম শিকদার। সিনেমাটির কাজের প্রেক্ষাপট নিয়ে বলেছেন কুসুম। পাশাপাশি আমাদের দেশিয় শিল্পীদের ভেতরে যে মোহ বদলের ঘটনা ঘটছে প্রতিনিয়ত। সেই দৃশ্যপট নিয়ে কথা বলেছেন সাংবাদিক রাফি হোসেন। আমাদের দেশীয় শিল্পীরা যে এখন গর্বিত হয়ে কলকাতার কারো সাথে কাজের বিষয়টিকে অনেক বড় প্রাপ্তি বলে উল্লেখ করেন, তার কারণ ও করণীয় বিষয় নিয়েও বিস্তারিত বলেছেন অতিথিদ্বয়। সাংবাদিক-সংগীত পরিচালক তানভীর তারেক এর উপস্থাপনায় মিডিয়া ডায়লগ প্রচার হবে আজ রাত ৯ টায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন