স্টাফ রিপোর্টার : ওমর সানি-মৌসুমী দম্পতির ছেলে ফারদিন এহসান লেখাপড়ার জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছে এটা পুরনো খবর। নতুন খবর হলো ফারদিন যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে ফিল্ম অ্যান্ড মিউজিক বিষয়ে পড়াশোন করতে সেখানে গিয়েছেন। গত সপ্তাহে ফারদিনকে যুক্তরাষ্ট্রে পৌঁছে দিতে মৌসুমী ও ওমর সানি ছেলেকে নিয়ে গিয়েছেন। যাওয়ার আগে ওমর সানি বলেন, ফারদিন যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র বিষয়ে উচ্চতর ডিগ্রীর জন্য ভর্তি হয়েছে। ছোটবেলা থেকেই তার চলচ্চিত্র নির্মাতা হওয়ার স্বপ্ন ছিল। এরই মধ্যে ডেস্টিনেশন নামে দুটি টেলিফিল্ম নির্মাণ করেছে। এছাড়া একাধিক শর্টফিল্মও নির্মাণ করেছে। বাবা-মা হিসেবে আমি আর মৌসুমী তার স্বপ্ন পূরণের সারথি হিসেবে কাজ করছি। ছেলের জন্য দোয়া চেয়ে ওমর সানি আরো বলেন, ফারদিনকে যেতে দিতে মন চায় না। তারপরও যেতে দিতে হবে। আমার আর মৌসুমীর ভক্তরা দোয়া করবেন যেন ফারদিন প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মত মানুষ হয়ে দেশে ফিরে আসে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন