শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

তারাকান্দায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ফুলপুর(ময়মনসিংহ)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৮, ৫:৫৮ পিএম

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার শিকারপুর এলাকা থেকে বুধবার গভীর রাতে পুলিশ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

জানা যায়, তারাকান্দা উপজেলার বালিখাঁ ইউনিয়নের শিকারপুর এলাকায় মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদ পেয়ে বুধবার রাতে তারাকান্দা থানার এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। অভিযান চালিয়ে মাদক ক্রয়-বিক্রয়ের সময় শম্ভুগঞ্জ এলাকার আশরাফুল (২৫) ও শিকারপুর এলাকার মাহবুব (২২) নামে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেন। এসময় পুলিশ তাদের কাছ থেকে ৩ হাজার ১শ ৮৫ পিছ ইয়াবা উদ্ধার করেন। এ ব্যাপারে মাদক আইনে তারাকান্দা থানায় মামলা দায়ের হয়েছে। আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন