শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

তারাকান্দায় অগ্নিকান্ডে ৫ দোকান ভস্মীভূত

প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা
তারাকান্দা উপজেলার গোহালকান্দি গ্রামের মৌলভী বাজারে গতকাল শনিবার ভোর রাতে অগ্নিকা-ে মালামালসহ ৫ দোকান ভস্মীভূত হয়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জানা যায়, সিদ্দীকুর রহমানের মনোহারী দোকানে বিদ্যুৎ সর্টসার্কিট থেকে অগ্নিকা-ের সূত্রপাত হয়। পরে সিদ্দীকুর রহমান, আবুল কাশেম, আমীর হামজা, ডা. জয়নাল ও হক মাস্টারের দোকান মালামালসহ ভস্মীভূত হয়।
ট্রান্সফরমারের দাবিতে বিক্ষোভ
ফুলপুর উপজেলার আমুয়াকান্দা গ্রামের বিকল ট্রান্সফরমার মেরামতের দাবিতে এলাকাবাসী গতকাল শনিবার দুপুরে বিক্ষোভ মিছিল ও বিদ্যুৎ অফিস ঘেরাও করেন। জানা যায়, আমুয়াকান্দা আলী হাজীর বাড়ির সংলগ্ন ট্রান্সফরমারটি গত ৩ দিন ধরে বিকল অবস্থায় পড়ে থাকায় আশপাশ এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকে। পরে মেরামতের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও বিদ্যুৎ অফিস ঘেরাও করেন। এ সময় ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে কিছুক্ষণ যানচলাচল বন্ধ থাকে। বিদ্যুৎ কর্তৃপক্ষ ট্রান্সফরমার মেরামতের অশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন