শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

আইয়ুব খান এরশাদের মতো এ সরকারের পতন হবে -নোমান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৮, ৩:২৬ পিএম

স্বৈরশাসক আইয়ুব খান ও এরশাদের যেভাবে পতন হয়েছিল বর্তমান সরকারেরও তেমনিভাবে পতন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।  তিনি বলেন, বর্তমান সরকার বৈধভাবে ক্ষমতায় নাই। তারা বাকশালী পন্থায় ক্ষমতায় আছে। জনগণকে নির্যাতন নিপীড়ন করে ক্ষমতায় আছে।  আমরা যদি অতীতের ইতিহাসের দিকে লক্ষ করি দেখতে পাবো স্বৈরাচারী সরকার আয়ুব খান পতন হয়েছে, এরশাদের পতন হয়েছে, বর্তমান বাকশালী সরকারের পতন হবে। দেশের জনগণ তাদেরকে ক্ষমতায় থাকতে দেবেনা।  শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিৎসার দাবিতে এ প্রতিবাদ সভার আয়োজন করে জিয়া আদর্শ একাডেমী নামের একটি সংগঠন।  বিএনপির এই সিনিয়র নেতা বলেন, আমরা নির্বাচনে যাব তবে এ সরকারের অধীনে নির্বাচনে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এবং বর্তমান সংবিধান আছে তা পরিবর্তন করলে আমরা নির্বাচনে যাব। তিনি বলেন, দেশে বর্তমানে একদিকে বাকশালী সরকার অন্যদিকে দেশের জনসাধারণ এই স্বৈরাচারী সরকারকে পতন করতে হলে দেশের জনসাধারণ সবাই সম্মিলিতভাবে গণঐক্য তৈরি করে আন্দোলন করতে হবে। তাহলেই এর পতন হবে।  বাংলাদেশের স্বাধীনতাকে বিনষ্ট করার জন্য বর্তমানে দেশের আকাশে বাতাসে শকুনিরা উড়ছে। এদেরকে যেভাবেই হোক থামাতে হবে তা না হলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করা যাবে না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন