সুষ্ঠু সুন্দর ও উৎসব মুখর পরিবেশে কক্সবাজার পৌরসভার নির্বাচন অনুষ্ঠানের দাবী জানান বিএনপি নেতারা। নৌকা মার্কার প্রার্থী নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে প্রচারণা চালালেও নির্বাচন কমিশন তা দেখছেনা বলে অভিযোগ করেন তারা। ইতোমধ্যেই ধানের শীষের কর্মীদেরকে হুমকি ধমকি দিয়ে পোষ্টার ব্যনার ছিঁড়ে ফেলা হচ্ছ বলে অভিযোগ এনে সুষ্ঠু সুন্দর ও উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে শনিবার সকালে জেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবী জানান বিএনপি নেতারা।
বিএনপি নেতারা বলেন, শুধু একজন প্রার্থীর ওয়ার্ডে ইবিএম চালু না করে সব প্রার্থীর ওয়ার্ডে ইভিএম পদ্ধতি চালু করার দাবী জানান।
সংবাদ সম্মেলনে হুশিয়ারি উচ্চারণ করে বলা হয়, কক্সবাজার এখন বিশ্ববাসীর শহর। এখানে নির্বাচনে অনিয়ম হলে সারা বিশ্ব বাংলাদেশের বদনাম হবে।
সাবেক এমপি লুৎফুর রহমান কাজল প্রশ্ন রেখে বলেন, ইভিএম পদ্ধতি এক ওয়ার্ডে কেন সব ওয়ার্ডে করা হউক। এতে তারা সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় ভুগছেন বলে জানান।
জেলা বিএনপি সভাপতি সাবেক এমপি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে এই সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নেতা সাবেক এমপি লুৎফুর রহমান কাজল, কুতুবদিয়া উপজেলা চেয়ারম্যান নূরুল বশর চৌধুরী, এড শামীম আরা স্বপ্না, রাশেদ মুহাম্মদ আলী ও ইউসুপ বদরীসহ নেতারা বক্তব্য রাখেন।
সাবেক এমপি লুৎফুর রহমান কাজল প্রশ্ন রেখে বলেন, ইভিএম পদ্ধতি এক ওয়ার্ডে কেন সব ওয়ার্ডে করা হউক।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন