মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাজ্য কাচিনে ভূমিধসে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশত। স্থানীয় সময় শনিবার দুপুর ২টার দিকে কাচিনের পাকান শহরের জেড খনিতে ওই ভূমিধসের ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
শহরটির প্রশাসক কিয়াও সোয়ার অং বলেন, পুরনো কাদামাটির দেয়াল ও কাদায় পুরো অঞ্চল ঢাকা পড়েছে। ভেতরে অনেক কর্মী কাজ করছিলেন।
স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। চলতি বছরেই দেশটিতে ১১ ভূমিধসে অন্তত ৭৮ জন প্রাণ হারিয়েছেন। উদ্ধার অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, খনিটিতে ভূমিধসের সময় শতাধিক কর্মী কাজ করছিলেন বলে ধারণা করা হচ্ছে। জীবিত কাউকে উদ্ধার করার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে ধারণা করা হচ্ছে।
এর আগে গত মে মাসে একই এলাকার একটি খনিতে ভূমিধসে ১৪ জন নিহত হন। আর ২০১৫ সালে ভূমিধসে নিহত হন শতাধিক।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন