শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

গিনির সোনার খনিতে ভূমিধস, অন্তত ১৫ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৯ মে, ২০২১, ২:৫৬ পিএম

গিনির উত্তর-পূর্বাঞ্চলীয় সিগুইরি এলাকার একটি সোনার খনিতে ভূমিধসে অন্তত ১৫ জন প্রাণ হারিয়েছে। উদ্ধারকর্মী ও প্রত্যক্ষদর্শী সূত্রে এ খবর জানিয়েছে রেডক্রস। তবে এসব লোক খনির ওপর থেকে পড়া পাথর চাপায় নাকি খনির ভেতরে চাপা পড়ে নিহত হয়েছে তা জানা যায়নি।
পুলিশ জানায়, 'গ্রামবাসীর দেওয়া তথ্য বলছে, এখনও অনেকে নিখোঁজ রয়েছে। তাই হতাহতদের প্রকৃত সংখ্যা আরো বাড়তে পারে'।
ঘটনাস্থলে থেকে পুলিশ ক্যাপ্টেন মামাদু নিয়ারে বলেছেন, সিগুইরি খনির পরিস্থিতি আমাদের সকলের জন্য উদ্বেগজনক। দিন শেষে এই ভূমিধস কোভিড-১৯ মহামারির চেয়েও ভয়ানক।
উল্লেখ্য, দেশটিতে এ পর্যন্ত করোনায় ১৪৯ জন মারা গেছে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দেশটির স্বর্ণখনিতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। উল্লেখ্য, পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে স্বর্ণ, হীরা, বক্সাইট ও লোহাসহ নানা সম্পদের বিপুল ভাণ্ডার রয়েছে। সূত্র : রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন