শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ওয়েব সিরিজে রজত বারমেচা

প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

‘উড়ান’ চলচ্চিত্রের জন্য খ্যাত রজত বারমেচাকে ‘গার্ল ইন দ্য সিটি’ নামে আসন্ন ওয়েবভিত্তিক ফিকশন সিরিজে দেখা যাবে।
‘গার্ল ইন দ্য সিটি’ প্রধানত এক তরুণীর গল্প যে ফ্যাশন জগতে কাজ করার জন্য তার স্বপ্নপূরণ করার জন্য মুম্বাই মহানগরে আগমন করে। এই সিরিজে রজত একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। তার অংশগ্রহণ অবশ্য কয়েকটি পর্বে সীমাবদ্ধ থাকবে।
“ভারতীয় দর্শকদের কাছে পরিচিত হবার অনেক আগে থেকেই আমি সবসময়ই ওয়েব সিরিজ নিয়ে আগ্রহী এবং কৌতুহলী। এখন এমন এক সময় যখন তরুণরা ইন্টারনেটে বিপুলভাবে সম্পৃক্ত। আমার বিম। বাস এই ফরম্যাটটি দিনে দিনে আরও জনপ্রিয় হবে,” রজত বলেন।
তার ভ‚মিকা সম্পর্কে তিনি বলেন, “সিরিজটিতে আমি কার্তিক নামে এক স্বাধীনচেতা মানুষের ভ‚মিকায় অভিনয় করছি যে তার মনের কথা প্রকাশ করতে কোনও রকম দ্বিধা করে না। সিরিজের কাহিনী যত এগুবে দর্শকরা দেখবে কার্তিক কেন্দ্রীয় চরিত্রের জন্য এক বড় ধরনের ভিত্তিতে পরিণত হয়েছে।”
১৩ পর্বের সিরিজটি ২৮ এপ্রিল থেকে ফেইসবুকে লাইভ দেখান হবে। এরপর এটি বিন্দাস টিভিতে দেখান হবে। এবং সবশেষে এটি ইউটিউবে আপলোড করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন