বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

এমপিরাও বাদ যাবেন না, অপেক্ষা করুন

খালেদা জিয়া নতুন অসুস্থতায় ভুগছেন না, প্রেমে ব্যর্থ হয়ে অধিকাংশই উড়াল দিচ্ছে, বিচারবহির্ভূত হত্যা-গুমের ঘটনা ঘটছে না

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা ৫টি গোয়েন্দা সংস্থার সমন্বয়ে তৈরি তালিকায় যাদের নাম কমন পড়ছে, তাদেরই আটক করছি। বিচারে নির্দোষ হলে ছেড়ে দিচ্ছি। আমরা কোনো ক্রসফায়ার করছি না। সংসদ সদস্যরাও বাদ যাবে না। অপেক্ষা করুন। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। সাংবাদিকেরা মন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন, বন্দুকযুদ্ধ বা ক্রসফায়ারে কোনো গডফাদার কেন পড়ছেন না এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নাম বিভিন্ন তালিকায় এলেও তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হচ্ছে না?
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০৮ সালে অধিদপ্তর একটি ঠুঁটো জগন্নাথ ছিল। আমরা এসে লোকবল বাড়িয়েছি এবং মাদকের বিরুদ্ধে অভিযান করছি। তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া অসুস্থ নন। তার স্বাস্থ্যহানিও হয়নি। তারপরও তাকে আমরা চিকিৎসার জন্য দুটি হাসপাতালে সুযোগ দিয়েছিলাম। কিন্তু তিনি তা নেননি। কারাবিধি মেনে এর বাইরে কিছু করা সম্ভব নয়। বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী তার মন্ত্রণালয়ের সফলতার বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। এ সময় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শুক্কুর আলী শুভ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিআইজি মিজানের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর সঙ্গে সঙ্গে সাসপেন্ড করা হয়েছে। তদন্ত যাতে নির্ভুল হয় সেই লক্ষ্যে কাজ করছে। আমি এটুকু বলতে পারি তদন্ত রিপোর্ট অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা এবং যদি প্রয়োজন পড়ে বিচারিক ব্যবস্থাও গ্রহণ করা হবে। এখানে আমরা কাউকে ছাড় দিচ্ছি না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা মোকাবিলা আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ। তাদের ফিরিয়ে নেয়ার কোন লক্ষন নেই। এ সময় তাকে প্রশ্ন করা হয়, রোহিঙ্গারা ৩০ হাজার টাকায় বাংলাদেশে পাসপোর্ট নিয়ে বিদেশে চলে যাচ্ছে এ বিষয়টি আপনি কীভাবে দেখছেন? জবাবে তিনি বলেন, বিষয়টি ঠিক আছে। তবে যারা ধরা পড়ছে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে তিনি বলেন, আমরা আন্তর্জাতিক চাপ অব্যাহত রেখেছি।
টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যার বিচারের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, তার পরিবারসহ সকলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রতিবেদন পেলেই আমরা জানাতে পারব। গত ২৬ মে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন একরামুল হক।
এ সময় বিচারবহির্ভূত হত্যাকান্ডের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কোনো গুম হচ্ছে না। প্রেমে ব্যর্থ হয়ে ও ব্যবসায় ব্যর্থ হয়ে নানান জন নানান দিকে চলে যাচ্ছে। আমরা তাদের এনে হাজির করছি। কেউ গুম হচ্ছে না। বৈঠকে সাংবাদিক দম্পতি সাগর–-রুনি হত্যার প্রসঙ্গ টেনে জানতে চাওয়া হয়, তদন্ত প্রতিবেদন কি আলোর মুখ দেখবে? জবাবে মন্ত্রী বলেন, আদালত র‌্যাবকে তদন্তের দায়িত্ব দিয়েছেন। র‌্যাব বিষয়টি নিয়ে কাজ করছে। পৃথিবীজুড়ে অনেক তদন্ত আছে, যেগুলো বছরের পর বছর ধরে চলে। এ সময় বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, কাজ চলছে, দ্রæতই ফিরিয়ে আনা হবে। সিটি করপোরেশন নির্বাচনে গ্রেফতারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভিযোগ ছাড়া কাউকে ধরা হয় না।
কোটা সংস্কার আন্দোলনে পুলিশের ভূমিকার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ে কখনো পুলিশ যায় না। যখনই বিশ্ববিদ্যালয় পুলিশ চায়, তখনই যায়। উপাচার্যের বাড়িতে যে ঘটনা হয়েছে, তা খুবই লজ্জাজনক। আমরা ভিডিও ফুটেজ দেখে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ও মানহানি করে যারা বক্তব্য দিচ্ছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারকে (এনটিএমসি) নির্দেশ দিয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন