শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

র‍্যাবের নবজাগরণএর সমাপনী অনুষ্ঠান শুরু কক্সবাজারে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২২, ৪:০৭ পিএম | আপডেট : ৭:০৩ পিএম, ১৫ সেপ্টেম্বর, ২০২২

এলিট ফোর্স র‍্যাব অপরাধ দমনের পাশাপাশি বিবিধ অপরাধ বিষয়ক পর্যালোচনা ও গবেষণার মাধ্যমে অপরাধ প্রতিরোধে বহুমুখী কর্মপন্থা নির্মাণ করে থাকে। ইতোমধ্যে 'নব দিগন্তের পথে' কর্মশালার মাধ্যমে ১৬ জন জঙ্গি এবং সুন্দরবন ও চট্টগ্রাম অঞ্চলের ৪০৫ জলদস্যুসহ সর্বমোট ৪২১ জন অপরাধীকে আত্মসমর্পণ পরবর্তী পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার এক অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে।

নবজাগরণ এর শুরু হয় ২২ আগষ্ট ২০২২ টেকনাফ থেকে। আজ বৃহষ্পতিবার এই কর্মসূচীর সমাপনী দিবসে কক্সবাজার শহরের তারাকা হোটেল লংবীচে এক জমকালো
সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়।
এতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। এতে আইজিপি ড. বেনজির আহমদ, ও র‍্যাব প্রধান চৌধুরীনআব্দুল্লাহ আল মামুন ও কক্সনাজার জেলা প্রশাসক মামুনুর রশীদ প্রমুখ অতিি হিসেবে উপস্থিত রয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন