কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলাধীন বাঙ্গালপাড়া শাখা ডাকঘরের কোনো স্থায়ী অফিস নেই। তাছাড়া বিভিন্ন সমস্যার কারণে বিভাগীয় কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে অচলাবস্থার সৃষ্টি হওয়ায় এলাকাবাসীরা ডাকবিভাগীয় বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। ঘনবসতিপূর্ণ বাঙ্গালপাড়া ইউনিয়নে একটিমাত্র ডাকঘর। এই ইউনিয়নের ১২টি গ্রামের লোকজন চিঠিপত্র প্রেরণ, মানিঅর্ডারসহ ডাক বিভাগীয় বিভিন্ন কাজে এই ডাকঘরটির ওপরই নির্ভর করে থাকে। কিন্তু গত কয়েক মাস ধরে ডাকঘরের নির্দিষ্ট কোনো ঘর নেই। ইতিপূর্বে বাঙ্গালপাড়া বাজারের একটি টিনের ঘরে ডাকঘর ও ই-পোস্টের কার্যক্রম পরিচালিত হতো। ঐ ঘরের মালিক ব্যক্তিগত প্রয়োজনে টিনের ঘরটি ভেঙে ফেলেন। বর্তমান ইউডিএ (পোস্টমাস্টার) গত ১ মার্চ বাঙ্গালপাড়া শাখা ডাকঘরে যোগদান করে ফয়েজ ম্যানসন মার্কেটের একটি কক্ষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিনা অনুমতিতে ডাকঘরের কার্যক্রম পরিচালনা করছেন। এদিকে ই-পোস্টের উদ্যোক্তা কম্পিউটারসহ যাবতীয় মালামাল নিজ বাড়িতে নিয়ে যাওয়ায় জনগণ ই-সেবা এবং সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। ডাকঘরে চিঠি/পার্সেল রেজি. বহি, মানি অর্ডার ফরম, এসবি আমানত রশিদ বহি ইত্যাদির সংকট রয়েছে। তাছাড়াও অফিসের কোনো সাইনবোর্ড ও লেটার বক্স নেই। ভৈরব উপ-বিভাগের পোস্ট অফিস পরিদর্শক দীর্ঘদিন ধরে ডাকঘরটি পরিদর্শনে আসেননি। এ অবস্থায় বাঙ্গাপলপাড়া শাখা ডাকঘরটির বিরাজমান সমস্যা ঘোচাতে উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
ডা. এম এ ফয়েজ
বাঙ্গালপাড়া, কিশোরগঞ্জ
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন